গত ১৮ জুলাই রাজধানীতে অবস্থিত আকিজ মোটরসের নিজস্ব শোরুম ও সার্ভিস সেন্টার আকিজ সেন্টারে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জানানো হয়, আকিজ মোটরস চায়না সিনো ট্রাক কোম্পানির সহযোগিতায় কিছু নতুন মডেলের হেভিডিউটি ট্রাক, ১০ টন ও ১৫ টনের রফরফ ও রুস্তম মডেল বাজারজাত করতে যাচ্ছে।
অনুষ্ঠানে তিনটি নতুন মডেলের ইলেক্ট্রিক মোটরসাইকেল ও ইলেক্ট্রিক গাড়ির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দীন, নির্বাহী পরিচালক খন্দকার হেলালুজ্জামান, উপদেষ্টা কাজী আলাউদ্দিন, এমআইএস বিভাগের প্রধান ইফতেখার হোসেন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড ক্রিয়েটিভ সাইফুল আলম (জামিল) প্রমুখ।
Leave a Reply