চীনা অপারেটরদের দ্বারা তৈরি করা গোয়াদার বন্দর বিপণন পরিকল্পনা অসন্তোষজনক বলে মনে করেছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিওসিপিইসি)। ইন্ডিয়া ব্লুমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রান্সমিশন নেটওয়ার্কের অভাবে ৩০০ মেগাওয়াটের গোয়াদার বিদ্যুৎকেন্দ্রে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। সে কারণে মন্ত্রিপরিষদ কমিটি বন্দরের শক্তির প্রয়োজনীয়তা পূরণের জন্য ইরান থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
গোয়াদার বন্দরের চীনা অপারেটররা- চায়না ওভারসিজ পোর্টস হোল্ডিং কম্পানি পাকিস্তান লিমিটেড (সিওপিএইচসি)- গোয়াদার বন্দরের সম্ভাবনা এবং বিপণন পরিকল্পনা নিয়ে কমিটির কাছে একটি প্রেজেন্টেশন দিয়েছে। সিসিওসিপিইসি সদস্যরা চীনা অপারেটরের বিপণন পরিকল্পনা নিয়ে কিছু গুরুতর আপত্তি তুলেছেন এবং সেই প্রেজেন্টেশনে অসন্তুষ্ট বলেও জানিয়েছেন। সূত্র: ইন্ডিয়া ব্লুমস।
Leave a Reply