1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে বাংলাদেশী নাবিকের মৃত্যুর তদন্ত দাবি

বাজারে এলো বার্জারের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ

এক্সেসরিস রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

নিজেদের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ সল্যুশনকে এবার আরও বিলাসবহুল এক রূপে বাজারে নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। ট্রেন্ডিং আইশ্যাডো থেকে অনুপ্রাণিত হয়ে বার্জার নিয়ে এসেছে অভিনব লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ, যা ব্যবহারকারীদের দেয়ালকে দেবে মেটালিক ও গ্লসি ইফেক্ট।
চোখের মেকওভারকে ঘিরে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ থেকে উৎসাহিত হয়েই বার্জারের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ সল্যুশনকে একটি দুর্দান্ত রূপে উপস্থাপন করেছে, যাতে গ্রাহকরা এবার তাদের ঘরের দেয়ালেই ঝলমলে মেকআপের সৌন্দর্য ও গ্ল্যামারকে জীবন্ত করে ফুটিয়ে তুলতে পারেন।

বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ বাড়ির অভ্যন্তরীণ দেয়ালে প্রয়োগের জন্য শ্রেষ্ঠ মানের ওয়াটার-বেজড মেটালিক ফিনিশ কোটিং। এর চকচকে গ্লিটার উপাদানের সঙ্গে সিল্কের নজরকাড়া আবেদনের সংমিশ্রণ একদিকে যেমন আপনার নান্দনিক রুচিকে প্রতিফলিত করবে, সেইসঙ্গে আপনার বাড়ির নিজস্ব একটি স্টাইল স্টেটমেন্ট তৈরি করতেও সহায়তা করবে।

বাজারে এ জাতীয় সব পণ্যের মধ্যে বার্জারের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ একেবারেই অনন্য, প্রিমিয়াম ও এর স্বকীয়তার কারণে আলাদা করে চোখে পড়ার মতো। এর অসংখ্য বৈশিষ্ট্য ও সুবিধার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ পেইন্টের ক্ষেত্রে মেটালিক ফিনিশসহ বিশেষ গুণগতমান, শতকরা ৯৯.৯ শতাংশ মাইক্রোবিয়াল রিডাকশনসহ স্বাস্থ্য সুরক্ষা প্রলেপ, দীর্ঘস্থায়ীত্ব, বিশুদ্ধ এক্রেলিক পলিমারসহ পানি নির্ভর পেইন্ট, বায়ুবাহিত ধূলোময়লা ও তেল নিরোধ সক্ষমতা, অ্যালকালাই ও এফ্লুরোসেন্স প্রতিরোধ ক্ষমতা, সাবস্ট্রেট পেনেট্রেশন ও টপকোড অ্যাডহেশন।
বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশের এমন অনন্য সব বৈশিষ্ট্যের সংযোজন ব্যবহারকারীদের জীবনে নিয়ে আসবে স্বাচ্ছন্দ্য। কারণ এর ফলে তারা খুব সহজেই দেয়াল থেকে সব ধরনের দাগ পরিষ্কার করতে পারবেন।এটি দেয়ালের উজ্জ্বল দীপ্তিময়তাকে বছরের পর বছর অটুট রাখতে সাহায্য করে। এর উচ্চ স্ক্রাব-রেজিস্টেন্স প্রপার্টির কারণে বার্জার লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ ব্যবহৃত দেয়ালগুলো পানি বা সাবান পানির মিশ্রণ দিয়ে ধুয়ে ফেলা যায়, যা গ্রাহকদের দেয়ালের চকচকে ধাতব রূপটিকে একটি লম্বা সময়ের জন্য উপভোগ করার স্বাধীনতা দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT