লালমনিরহাটের পাটগ্রামে গতকাল শনিবার ভোরে মাছ ধরতে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক জেলের প্রাণ গেছে। এ ছাড়া গত শুক্রবার পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই শিশুসহ পাঁচজন। টাঙ্গাইলের ঘাটাইলে (বাসস্ট্যান্ডের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক) গতকাল বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজন আহত হয়েছে।
পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর মেছেরঘাট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত রাখাল দাস (৪২) বাউরার নবীনগর মাছুয়াটারী এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে নিজ বাড়ি থেকে হেঁটে সানিয়াজান নদে মাছ ধরতে জাল নিয়ে রওনা হন রাখাল দাস। পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। পরে মহাসড়কের পাশে রাখালের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁর পরিবার ও থানা-পুলিশকে খবর দেয়।
দরিদ্র রাখাল নদে মাছ ধরে বিক্রি করে সংসার চালাতেন। এ ঘটনায় পাটগ্রাম থানায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার দুপুরে বাসচাপায় মো. হোসেন মিয়া (৬) নামের একটি শিশু নিহত হয়। সে খোলাপাড়া গ্রামের হিরণ মিয়ার ছেলে। খেলাধুলা করে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। বাসটি পুলিশ আটক করেছে।
রাজবাড়ীর কালুখালীর শিয়ালমারা এলাকায় মাঝবাড়ী-সোনাপুর বাজার সড়কে শুক্রবার দুপুরে একটি মোটরসাইকেল পড়ে গিয়ে এর এক আরোহী নিহত ও দুজন আহত হন। নিহত আব্দুস সবুর মিয়া (৬০) উপজেলার রায়নগর গ্রামের মৃত আজাহার মিয়ার ছেলে।
বগুড়ার শেরপুর পৌর শহরের খেজুরতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে শুক্রবার দুপুরে ভটভটির চাপায় আহত হয় কিশোর ইমরার হোসেন (১৩)। পরে রাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে উপজেলার শুভগাছা গ্রামের রুবেল আহম্মেদের ছেলে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার পাড়কোলা কাঁঠালতলা এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শুক্রবার ভোরে দুটি ট্রাকের সংঘর্ষে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত ও চারজন আহত হন। নিহত মো. পাশা খান (৪৫) বগুড়ার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামের মোজাম্মেল হক খানের ছেলে। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলার জামতলা বাজার এলাকায় পাকুন্দিয়া-পুলেরঘাট পাকা সড়কে শুক্রবার সকালে সিএনজিচালিত অটোরিকশা ও বাইসাইকেলের সংঘর্ষে সাইকেলচালকের মৃত্যু হয়। নিহত মাঈন উদ্দিন মানিক (৫০) উপজেলার গাংকুলপাড়া গ্রামের প্রয়াত আবদুল হাইয়ের ছেলে। এ সময় আহত হন পথচারী নারান্দী মধ্যপাড়া গ্রামের আবদুল মালেক (৫০)।
ঘাটাইলে আহতরা হলেন ট্রাকচালক জাহিদুল ইসলাম (৩০), বাসচালক আবু বকর (৩০), সুপারভাইজার মো. জিন্নাহ (৩৬), মোটরসাইকেলের চালক সুমন (৩২), বাসযাত্রী নোমান (১৪), মনির হোসেন (২৩) ও নজরুল (৩৪)। নোমানের আঘাত গুরুতর।
[প্রত্যক্ষদর্শী, থানা-পুলিশ ও হাসপাতাল সূত্রে প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]
Leave a Reply