দেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি বাজারে এনেছে টিভিএস অটো বাংলাদেশ। গত রবিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই রেস এডিশন উদ্বোধন করা হয়।
দেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি বাজারে এনেছে টিভিএস অটো বাংলাদেশ। গত রবিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই রেস এডিশন উদ্বোধন করা হয়। বিশেষভাবে ডিজাইন করা এই স্কুটারটিতে রয়েছে TVS SMARTXONNECTTM প্রযুক্তি।
টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসেইন বলেন, ‘আমরা বাংলাদেশের মার্কেটে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করতে পেরে আনন্দিত। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন একটি বিশেষ ধরনের স্কুটার, যা তরুণ গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।’
এর বিক্রয়মূল্য এক লাখ ৭৯ হাজার ৯০০ টাকা। স্কুটারটি টিভিএস অটো বাংলাদেশের নির্দিষ্ট কিছু শোরুম ও ডিলার পয়েন্টে রেড-ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।
Leave a Reply