1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

শিপিং করপোরেশনের তেলবাহী জাহাজ ‘বাংলার অগ্রদূত’ জার্মানিতে আটক

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তেল পরিবহনকারী ট্যাংকার জাহাজ ‘বাংলার অগ্রদূত’ আটক করেছে জার্মানির ব্রিমেন পোর্টের ‘পোর্ট অব স্টেট কন্ট্রোল’। জাহাজটি তেল নিয়ে নেদারল্যান্ডসের ‘ইজমুইডেন’ বন্দর থেকে ব্রিমেন বন্দরে যায়। পরিদর্শনের পর ২৭ ধরনের ত্রুটি ধরা পড়লে জাহাজটি আটক করা হয়। মাত্র দুই বছর আগে ৩০০ কোটি টাকায় এ জাহাজ কিনেছে বিএসসি। নতুন কেনা সরকারি জাহাজটিতে এত ত্রুটি ধরা পড়াকে প্রতিষ্ঠানের বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখছেন শিপিং ব্যবসায়ী ও মাস্টার মেরিনাররা।
নৌ বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার ও রেজিস্ট্রার অব শিপ ক্যাপ্টেন এমডি গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘জার্মান পোর্ট স্টেট কন্ট্রোল থেকে আমাকে জানানোর পর সতর্কতা হিসেবে গত বৃহস্পতিবার একটি অফিস আদেশ দিয়েছি। সতর্ক না হলে অন্য দেশে গিয়ে বাংলাদেশের জাহাজগুলো কালো তালিকাভুক্ত বা আটক হওয়ার আশঙ্কা থাকবে।’
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। জাহাজে কোনো সমস্যা ছিল না। তবে কিছু পরামর্শ ছিল, যেগুলো জার্মানির বন্দর থেকে জাহাজ ছেড়ে যাওয়ার আগে পূরণ করা হয়েছে।’ জাহাজটি জার্মানি থেকে এরই মধ্যে রওনা দিয়েছে বলে দাবি করেন তিনি। এক অভিজ্ঞ মাস্টার মেরিনার জানান, ৩০০ কোটি টাকায় দুই বছর আগে কেনা একটি নতুন জাহাজের এই হাল দেখে বোঝার বাকি থাকে না যে বিএসসি জাহাজ পরিচালনায় দক্ষ নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT