1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নারায়ণগঞ্জ ইয়ার্ডে নির্মিত ৮ উদ্ধারকারী নৌযান বুঝে নিলেন ত্রাণ প্রতিমন্ত্রী

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দায় অবস্থিত নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডকইয়ার্ডে নির্মাণ করা হচ্ছে ৬০টি উদ্ধারকারী নৌযান। এর মধ্যে আটটি গতকাল বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে ডকইয়ার্ড কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান নৌযানগুলো বুঝে নেন। হস্তান্তর প্রক্রিয়া শেষে নৌযানগুলো বন্যাকবলিত গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নৌযানগুলো হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশে এ মুহূর্তে ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। বন্যাকবলিত মানুষ নানা দুর্যোগ মোকাবিলা করছেন।
তাদের সহায়তা করতে এসব নৌযান নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে বন্যাকবলিত জেলায় নৌযানগুলো পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষকে খাদ্য সহায়তা ও উদ্ধার তৎপরতায় নৌযানগুলো ব্যবহার করা যায়। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে শোষণমুক্ত করে গড়ে তুলেছেন। মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশ আজ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নির্মিত নৌযানগুলো প্রতিবন্ধীবান্ধব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সায়মা ওয়াজেদ পুতুলের নির্দেশনায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন, প্রতিবন্ধী সহায়ক নৌযানগুলো দেশীয় ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে তৈরি করা হচ্ছে। ৬০টি নৌযান নির্মাণে ব্যয় হচ্ছে ২৭ কোটি টাকা। প্রতিটি বোট ৫৪ ফুট দীর্ঘ, ১২ দশমিক ৫০ ফুট গভীর। সাত নটিকেল গতিসম্পন্ন বোটগুলো ৮০ জন ধারণে সক্ষম। এ নৌযানগুলো নদীর তীব্র স্রোতের সময়ও সহজে চলাচল করতে পারবে। এ ছাড়া প্রতিটি নৌযানে হুইল চেয়ার, স্ট্রেচার, ওয়ার্কিং রুম, প্রতিবন্ধীবান্ধব বাথরুমের ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি রয়েছে। চলতি বছর আরও ৩০টি উদ্ধারকারী নৌযান ডকয়ার্ড কর্তৃপক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে বলেও জানান প্রতিমন্ত্রী। বাকি নৌযানগুলো ২০২২ সালের মধ্যে হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পরিচালক (এমডি ) কমডোর এস এম মনিরজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোহসিন, রিয়াল অ্যাডমিরাল এম শফিউল আজম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক, আদর্শ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের সভাপতি কাজল রেখা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT