যাত্রীবেশে দূরপাল্লার বাসে উঠে ডাকাতি করা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। চক্রটি ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে যাত্রীবেশে বাসে উঠে নির্জন সড়কে গিয়ে যাত্রীদের মালপত্র লুটে নিত। গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ৩১ আগস্ট রাতে রংপুরের পীরগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চালক মনজুর হোসেনকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে।
ডাকাত দলের ছয় সদস্যকে গত শনিবার ঢাকার আশুলিয়া ও গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে র্যাব-১ ও র্যাব-১৩। গ্রেপ্তাররা হলো- নয়ন চন্দ্র রায়, ওমর ফারুক, রিয়াজুল ইসলাম লালু, আবু সাঈদ মোল্লা, ফিরোজ কবির এবং শাকিল মিয়া। তাদের কাছ থেকে পাঁচটি ছুরি, লুট করা একটি মোবাইল ফোনসেট ও তাদের ব্যবহূত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার নয়ন চন্দ্র রায় এই চক্রের মূল হোতা। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ আগস্ট রাতে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়। সাভার ও নবীনগর থেকে যাত্রীবেশে ডাকাত দলের সদস্যরা বাসে ওঠে। বাসটি গাইবান্ধার পলাশবাড়ী পার হলে তারা চালক মনজুরকে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালপত্র ছিনিয়ে নিতে থাকে। রংপুরের পীরগঞ্জ এলাকায় পৌঁছলে মনজুরকে ছুরিকাঘাতে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় হত্যা মামলা হয়।
Leave a Reply