প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘কিছু ব্যত্যয় ও মিসিং লিংক আছে। এগুলো প্রতিপালন করে এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে
বন্দরনগরী চট্টগ্রামে নির্মিতব্য দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজে চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কম্পানিকে (সিসিসিসি) সার্ভিস অপারেটর হিসেবে নিয়োগের প্রস্তাব অধিক যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রস্তাবটিতে নীতিগত অনুমোদনের উত্থাপন করা হলে কমিটি এটি ফেরত পাঠায়।
গতকাল মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন।
প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘কিছু ব্যত্যয় ও মিসিং লিংক আছে। এগুলো প্রতিপালন করে এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থনৈতিকসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য তিনটি এবং ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য একটি প্রস্তাব উত্থাপন করা হয়।’
Leave a Reply