রাজধানীতে চলমান মেট্রোরেল প্রকল্পের সরঞ্জাম চুরিতে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে প্রকল্পের এক হাজার ৪০০ কেজি ওজনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলো- দুলাল মিয়া, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, হাসমত আলী ও রবিন।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কয়েক মাস ধরে মেট্রোরেল তৈরির বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে চোরদের শনাক্ত করে পল্লবী থানা পুলিশ। পরে গতকাল দুপুর ১২টা থেকে অভিযান শুরু হয়। প্রথমে মিরপুর-১২ নম্বর সেকশনের সিরামিক রোড থেকে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএসের বৃন্দাবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দেলোয়ারকে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়।
Leave a Reply