পুলিশ বাহিনীর জন্য দুটি হেলিকপ্টার কেনা হচ্ছে। রাশিয়া থেকে এসব হেলিকপ্টার কেনা হবে। গতকাল বুধবার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এ-সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে। কমিটির বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘জেএসসি রাশিয়ান হেলিকপ্টার’ থেকে জি টু জি পদ্ধতিতে হেলিকপ্টার কেনা হবে। বৈঠকে রাশিয়া থেকে এক লাখ টন গম ৩৫৭ কোটি ৬১ লাখ টাকায় আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। এ ছাড়া ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে এদিন। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ২৫৮ কোটি টাকায় ৬০ হাজার টন ইউরিয়া সার আমদানি, পেট্রোবাংলার ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি এক হাজার ২০৬ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্পের ৭০ কোটি টাকার কেনাকাটার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রণোদনার আশায় অনেকে টাকা বিদেশে পাঠিয়ে আবার রেমিট্যান্স আকারে দেশে আনছেন বলে টিআইবি সন্দেহ প্রকাশ করেছে। সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন টিআইবির এমন বক্তব্য ঠিক কিনা? জবাবে অর্থমন্ত্রী টিআইবির বক্তব্য নাকচ করে দেন। তিনি বলেন, তিন মাসে রেমিট্যান্স এক বিলিয়ন ডলারের মতো কম এসেছে। গত বছর ২৫ বিলিয়নের মতো এসেছিল। এখন যে গতিতে এগোচ্ছে তাতে ২২ থেকে ২৩ বিলিয়ন ডলারের মতো আসবে বলে মনে হচ্ছে।
Leave a Reply