সব জল্পনা-কল্পনা শেষে টয়োটা নিজে থেকেই জানাল, তারা চিপ ঘাটতির কারণে গাড়ি উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী নভেম্বরে লক্ষ্যমাত্রার তুলনায় বিশ্বজুড়ে উৎপাদন ১৫ শতাংশ কমিয়ে আনবে জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটি। ফলে গাড়ির উৎপাদন কমে আসবে দেড় লাখ। যদিও পুরো বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা বজায় রেখেছে টয়োটা।
টয়োটা প্রেসিডেন্ট আকিও টয়োডা বলেন, ডিসেম্বর থেকে উৎপাদন বাড়িয়ে এ ঘাটতি পূরণের পরিকল্পনাও করছি আমরা। টয়োটা ডিসেম্বর থেকে ফের উৎপাদন বাড়াতে চায় এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় যন্ত্রাংশ সরবরাহকারীদের সরবরাহ বাড়ানোর তাগিদ দিয়েছে।
Leave a Reply