রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রীর ১০ অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি রেল মন্ত্রণালয়ের। এর মধ্যে একটি চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমার হয়ে চীনে সম্প্রসারিত হবে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা পর্যন্ত ট্রেন যাবে। গোটা এশিয়ার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে যোগ হবে। আরেকটি হলো পদ্মা লিংক। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭১ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর দিয়ে পার হয়ে যাবে এই রেললাইন।
গতকাল সোমবার কমলাপুর রেলস্টেশনে ‘স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্লান্টে’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ট্রেন ওয়াশিং প্লান্টের মাধ্যমে মাত্র আট মিনিটে একটি ট্রেন দ্রুত পরিষ্কার করা সম্ভব। ফলে ট্রেনের শিডিউল বিপর্যয় কমে আসবে। এ ছাড়া স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্লান্টের কারণে লোকবলও অনেক কম লাগবে।
২০২৪ সালে কমলাপুর রেলস্টেশন মাল্টিলেভেল হাব হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘কমলাপুরের পাশাপাশি তেজগাঁও ও বিমানবন্দর স্টেশনও ডিজিটাল হাব হবে। ঢাকায় রেল যোগাযোগে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এ ছাড়া শাহজাহানপুর এলাকা নতুনভাবে সজ্জিত হবে।’
Leave a Reply