1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ

ভারতের ট্যুরিস্ট ভিসা ১৫ নভেম্বর থেকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। তবে শুধু আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের এ ভিসায় থাকা যাবে সর্বোচ্চ ৩০ দিন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে গতকাল সকালে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি সকাল সাড়ে ৭টায় আখাউড়া দিয়ে ভারত যান।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছি আমরা; যাতে কভিডের মধ্যে ভ্রমণ শুরু হয়। প্রথমে সীমিত সময়ের ভিসা দেওয়া হবে। ১২০ দিনের মেয়াদে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। থাকা যাবে ৩০ দিন। কারণ এখনো কিছু কিছু জায়গায় কভিডের ভয় রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে স্থল ও রেল পথেও ভিসা দেওয়া হবে। ’ এ সময় তিনি দুই দেশের সীমান্ত আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। আশা করি খুব দ্রুত এর সমাধান হবে। আগামী সপ্তাহে পরিদর্শন সফর আছে। আমরা দ্রুত প্রজেক্টটি শেষ করতে চাই। ’ সম্প্রতি দেশে সংঘটিত বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের গভীর সম্পর্ক রয়েছে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে আখাউড়া চেকপোস্টে এসে পৌঁছলে ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT