দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি সম্প্রতি ১৫ লাখ মেট্রিক টন উৎপাদন সক্ষমতার চেয়েও অতিরিক্ত ৪৫ হাজার মেট্রিক টন উৎপাদন করে রেকর্ড করেছে। এ জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পুরস্কৃত করা হয়েছে ইস্টার্ন রিফাইনারিকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল রবিবার অনুষ্ঠিত এক সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান এই পুরস্কার তুলে দেন ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেনের হাতে।
লোকমান হোসেন বলেন, ‘দেশের জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে করোনা মহামারির মধ্যেও ৩৬৫ দিনই ইস্টার্ন রিফাইনারির উৎপাদন চালু রেখেছি।’ কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের বার্ষিক চাহিদা ৬৫ লাখ মেট্রিক টন। ইস্টার্ন রিফাইনারির প্রথম ইউনিট ১৫ লাখ ৪৫ হাজার ২৪৫ মেট্রিক টন জ্বালানির জোগান দেয়।
Leave a Reply