প্রবল বৃষ্টিতেও নিরাপদ সড়কের দাবিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচিতে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন তারা। আজ সোমবার (৬ ডিসেম্বর) বেলা পৌনে একটায় রামপুরা ব্রিজের ওপর কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘চলমান নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে আজ আমরা রাস্তায় নেমেছি।’
এ পর্যন্ত যারা সড়কে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করে সোহাগী সামিয়া বলেন, ‘সড়কে চলমান অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আমরা কালো ব্যাজ ধারণ করে মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় দাঁড়িয়েছি।’
তার নের্তৃত্বে রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে নিরাপদ সড়কের দাবিতে, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে রামপুরার হাতিরঝিলের ফুটপাতে দাঁড়িয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া রবিবার (৫ ডিসেম্বর) শাহবাগে প্রতীকী লাশের কফিন নিয়ে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। আজ সোমবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় মোমবাতি প্রজ্বলন ও গানের আসর কর্মসূচি পালনের কথা রয়েছে।
এর আগে শনিবার (০৪ ডিসেম্বর) সড়কের সকল অব্যবস্থাপনার বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ জানান তারা।
গত ২৮ ও ২৯ নভেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত নাঈম হাসান ও মাইনুদ্দিন ইসলাম নামের দুই শিক্ষার্থী নিহত হন। এরপর থেকে প্রতিদিনই ১১ দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
Leave a Reply