হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ১০ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ রোববার বাংলাদেশ বিমানের শারজাহ থেকে আসা একটি ফ্লাইট থেকে কাস্টমস গোয়েন্দা ওই সোনাগুলো উদ্ধার করে। শুল্ক গােয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেন, উদ্ধার সোনার মোট ওজন ১০ কেজি ২২০ গ্রাম। যেখানে ৮৮টি সোনারবার পাওয়া গেছে। সোনা উদ্ধারের বিষয়ে দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী বিভাগীয় মামলা এবং একটি ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাৎক্ষণিক কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বিজি-৩৫২ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্গো হোলের ওয়াস্ট ট্যাংক ড্রেন এক্সেস প্যানেলের ভেতরে অভিনব উপায়ে লুকানো সন্দেহজনক দুটি নেভি ব্লু এবং একটি কফি কালারের মোট ৩টি কাপড়ের মধ্যে সেলাই করা অবস্থায় সোনা পাওয়া যায়। পরে সেলাই করা কাপড় দুপুর দেড়টায় কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে খোলা হয়। সেগুলো পরে ঢাকা কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
চলতি অর্থবছরের (২০২১-২০২২) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এখন পর্যন্ত ১৮৪ কেজি ৫২৭ গ্রাম সোনা আটক করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Leave a Reply