বাংলাদেশ থেকে এ বছর হজযাত্রী পরিবহনে সৌদি এয়ারলাইনস ছাড়াও দেশটির ‘ফ্লাইনাস’ এয়ারলাইনস সুযোগ পেয়েছে। এখন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের পাশাপাশি ফ্লাইনাসও হজযাত্রী পরিবহন করবে।
এতে স্বস্তিতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। আর ভবিষ্যতে হজের সময় বিমান ভাড়াও কমতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত শুক্রবার (৬ মে) এক চিঠিতে ফ্লাইনাসকে এ অনুমোদন দেয়। এ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর আগে ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।
এর মধ্যে গত ৩১ মে হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ধরেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।
হাব সূত্রে জানা গেছে, আগে বিমান ও সৌদিয়াসহ অন্যান্য এয়ারলাইনস থার্ড ক্যারিয়ার (অন্য দেশ হয়ে সৌদি যায়, এমন এয়ারলাইনস) হিসেবে হজযাত্রী পরিবহন করত। ফলে হজযাত্রী পরিবহনে সংকট হতো না। তবে ২০১২ সাল থেকে থার্ড ক্যারিয়ার বন্ধ করে দেয় সরকার।
এতে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত হজ ফ্লাইটের শেষ সময়ে এসে প্রতিবছরই হজযাত্রী পরিবহন সংকট তৈরি হয়। ফলে হজযাত্রীদের অনেক ভোগান্তিও পোহাতে হয়।
Leave a Reply