নতুন সড়ক নির্মাণ নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘নতুন সড়ক নির্মাণে এবার ব্রেক দিন।’ বরং সড়ক সুরক্ষা এখন বড় কাজ। নির্মাণের চেয়ে রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় প্রশস্তকরণে গুরুত্ব দিতে হবে।
গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে নতুন সড়ক সম্পর্কিত কয়েকটি প্রকল্প অনুমোদন আলোচনায় এ বার্তা দেন সরকারপ্রধান। অন্যান্য দেশের তুলনায় দেশে সড়কের ঘনত্ব বেশি। এ কারণে নতুন সড়ক নির্মাণ নিরুৎসাহিত করা হচ্ছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা এবং একনেকের অন্যান্য বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৈঠকে সভাপতিত্ব করেন একনেকের সভাপতি প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন তিনি। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ১১ প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে তিনটিই সংশোধিত প্রকল্প। এবার একটি প্রকল্প তৃতীয়বারের মতো সংশোধিত হলো। সংশোধিত প্রকল্প অনুমোদন অনুৎসাহিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। আজ অনুমোদিত প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮২৬ কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ৩ হাজার ৯৬৩ কোটি টাকা। বিদেশি ঋণ ১ হাজার ২২০ কোটি টাকা। বাকি ৬৪২ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব জোগান।
প্রধানমন্ত্রীর অন্যান্য নির্দেশনার বিষয়ে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তির বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধানন্ত্রী। এ খাতে প্রশিক্ষণ আরও বাড়ানো এবং মানবসম্পদ গড়ে তোলার কথা বলেছেন তিনি। এম এ মান্নান বলেন, করোনা মোকাবিলা ব্যবস্থাপনায় সাফল্যের স্বাক্ষর রেখেছে বাংলাদেশ। বিশ্বের ১২১টি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতকেও পেছনে ফেলে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। এ সাফল্যের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও দেশের পরিশ্রমী জনতাকে অভিনন্দন জানিয়েছে একনেক।
Leave a Reply