বন্দরের ৪ নম্বর গেইট এলাকায় একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহম্মেদ সিকদার বাংলানিউজকে বলেন, বন্দরে কনটেইনারে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
Leave a Reply