বরাবরই খুব সাদামাঠা জীবনযাপনে অভ্যস্ত ভারতীয় টাটা সাম্রাজ্যের অধিপতি রতন টাটা। তাঁর জীবনধারায় নেই কোনও চাকচিক্য। নেই কোনও জৌলুস। তাঁর বিনম্র স্বভাব মানুষের হৃদয় জয় করেছে।
রতন টাটা ভারতের প্রথম সারির শিল্পপতি। তবে আর পাঁচ জন শিল্পপতির মতো ঠাটবাট নেই। সম্প্রতি রতন টাটার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনও বিলাসবহুল গাড়িতে নয়, টাটা ন্যানোয় চড়েই মুম্বইয়ের নামী হোটেলে নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন শিল্পপতি। শুধু তা-ই নয়, শিল্পপতির সঙ্গে দেখা যায়নি কোনও নিরাপত্তারক্ষীকেও।
রতন টাটার এই আচরণে অবিভূত অনেকে। এত বড় শিল্পপতি হওয়া সত্ত্বেও এখনও মাটির মানুষ তিনি! তার সাদাসিধে জীবনযাপনকে কুর্ণিশ জানিয়েছেন অনুগামীরা। কেউ লিখেছেন, ‘ন্যানো গাড়ি মধ্যবিত্তের কাছে আশীর্বাদস্বরূপ ছিল। রতন টাটা মধ্যবিত্তকে যে উপহার দিয়েছিলেন, তাতে আমরা গর্বিত।’ আর এক জন লিখেছেন, ‘মানবতার প্রকৃষ্ট উদাহরণ রতন টাটা। তাঁকে কুর্নিশ জানাই।’
২০১৮ সালে বাজার থেকে ন্যানো গাড়ি তুলে নেওয়া হয়। বিক্রিতে ভাটা দেখা দিয়েছিল বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিল টাটা সংস্থা। সম্প্রতি এক ইনস্টাগ্রামের পোস্টে এই ন্যনো গাড়ি নিয়েই আবেগঘন হতে দেখা গিয়েছে রতন টাটাকে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘মধ্যবিত্ত ভারতীয়দের আমি স্কুটারেই যাতায়াত করতে দেখতাম। পিছল রাস্তায় বাবা-মায়ের মাঝে বসে প্রায় চেপ্টে যেতে দেখতাম শিশুদের। আর সেখান থেকেই টাটা ন্যানো তৈরির ভাবনা আসে আমাদের মাথায়। স্কুটারের কাছাকাছি দামেই মধ্যবিত্তের হাতে চারচাকা গাড়ি তুলে দেওয়াই ছিল মূল ভাবনা।’
Leave a Reply