মোট ১২ জন নাবিক ও গমবোঝাই জাহাজটি ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের উদ্দেশ্যে রওনা দেন। জাহাজটি রামগতি পাইলট বিচের নিচে তিল্লার চর এলাকায় পৌছালে পানিরে নিচে থাকা অদৃশ্য বস্তুর সঙ্গে ধাক্কা খায়।
এতে জাহাজের সামনের হেজ ফুটো হয়ে জাহাজে পানি ঢুকতে শুরু করে। অল্প সময়ের মধ্যে জাহাজটির আরো দুটি হেজে পানি ঢুকে একপর্যায়ে ডুবে যায়। তবে ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা ১২ নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করে।
সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস নামে এক প্রতিষ্ঠান এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিলেন। জামাল নামে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা প্রায় পৌণে সাত কোটি টাকা মূল্যের গমসহ জাহাজডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় কোন নাবিক নিখোঁজ নেই। সবাই নিরাপদে রয়েছে।
Leave a Reply