করোনা সংক্রমন শেষে পুনরায় রেলযাত্রা শুরু হয়েছে। দু’বছর আগে চলাচলের সময় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নতুন বগি সংযোজিত ছিল। কিন্তু এবার পুনরায় রেলযাত্রা শুরু হলে দেখা যায়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নতুন সেই বগি আর নেই। পুরনো বগি দিয়ে ট্রেন চলছে। আর তাতেই ক্ষোভে রাস্তায় নেমেছেন যশোরের যাত্রীরা। যশোর রেল স্টেশনে সমাবেশ করে তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর উপহার কেড়ে নিয়েছেন রেলমন্ত্রী! সমাবেশ থেকে তাদের আরও বিভিন্ন দাবি উত্থাপিত হয়। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের জন্যে প্রধানমন্ত্রীর উপহার কেড়ে নেওয়ার অভিযোগ নিশ্চয়ই বড় বিব্রতকর। সদ্যই তিনি বিনা টিকিটের রেলযাত্রা নিয়ে বিপাকে পড়েছিলেন।
Leave a Reply