হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মীর কাছ থেকে আট কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস। এ ঘটনায় আব্দুল আজিজ নামের সেই বিমান কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরের দিকে বিমানের ক্যাটারিং সার্ভিস এলাকায় আব্দুল আজিজকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস বিভাগ সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ বিমানের ক্যাটারিং সার্ভিসের কর্মী। দুপুরে তিনি দায়িত্ব পালন শেষে বাসায় ফিরছিলেন। সে সময় তার গতিবিধি সন্দেহজনক হলে বিমানের কর্মীরা তাকে আটক করেন। পরে ঢাকা কাস্টমসকে জানানো হলে তারা গিয়ে তার শরীর তল্লাশি করে আট কেজি স্বর্ণ উদ্ধার করে।
ঢাকা কাস্টমস বিভাগের উপ-পুলিশ কমিশনার সাদেকুল ইসলাম জানান, আব্দুল আজিজ ক্যাটারিং সার্ভিসের একজন কর্মী। তার শরীর তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। পরে তাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। বিমানবন্দর থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
এ ঘটনায় বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকারের সঙ্গে কথা বলতে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply