বিখ্যাত গাড়ি কোম্পানি ফোর্ড ভারত থেকে তাঁদের উৎপাদন বন্ধ করার কথা ঘোষণা করতেই উদ্বেগ বেড়ে গিয়েছিল সবার। কারণ ইন্ডিয়ার ফোর্ড কারখানার সঙ্গে প্রায় ৪ হাজার পরিবারের রুজিরুটি জড়িত। অন্তত ২০ হাজার কর্মসংস্থান রয়েছে ফোর্ড ইন্ডিয়ায়। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিল টাটা মোটরস।

টাটা মোটরসের পক্ষ থেকে জানানো হয়েছে, সানন্দে ফোর্ড কারখানা কেনার জন্য তাঁদের শাখা সংস্থা টাটা প্যাসেঞ্জার্স ইলেকট্রিক মোবিলিটির সঙ্গে ফোর্ড ইন্ডিয়া এবং গুজরাট সরকারের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আর্থিক চুক্তির সম্ভাবনা রয়েছে। আর তারপরেই ফোর্ড কারখানার জমি, অফিস, উৎপাদন, ইউনিট সবকিছুই টাটাদের হাতে চলে আসবে। একইসাথে টাটা মোটরস জানিয়েছে, ফোর্ডের যোগ্য কর্মীদের তাঁরা কাজে লাগাবে। কার্যত এই কারখানায় টাটা মোটরসের বৈদ্যুতিক গাড়ি হবার কথা চলছে বলে জানা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই টাটা মোটরসের এই সিদ্ধান্তে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছে সবাই।
Leave a Reply