আজ জুন ৩ বিশ্ব বাইসাইকেল দিবস। বাংলাদেশে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে। ডড়ৎষফ ইরপুপষব উধু প্রথম পালন করা হয় ২০১৮ সালে। করোনা সংক্রমনের কারণে গত দু’বছর এই দিবসটি পালনের উদ্যোগ নেয়া যায়নি।

বাংলাদেশে বিডি সাইক্লিস্টসহ বাইসাইকেল আরোহীদের বিভিন্ন দিনটি উদযাপন করবে। এই উপলক্ষ্যে বিডি সাইক্লিস্ট এবং ঢাকা ও আশেপাশের কিছু একটিভ সাইক্লিং কমিউনিটিগুলো একসাথে মিলিত হবে মানিক মিয়া এভিনিউতে। সকাল সাড়ে সাতটা থেকে সব সাইক্লিস্ট জড়ো হবেন মানিক মিয়া এভিনিউ। তারা রাইড করবে বিভিন্ন সাজে আর সাইক্লিং এ উৎসাহমূলক কিছু পজিটিভ প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে। সাইকেল নিয়ে বিভিন্ন সাজে সেজে আসবেন মানিক মিয়া এভিনিউতে। সাথে করে বেলুন বা সাইক্লিং নিয়ে প্ল্যকার্ড নিয়ে আসতে পারেন আগ্রহীরা। রাইড শুরু হবে মানিক মিয়া এভিনিউ থেকে সকাল ঠিক আটটায়। হ্যা, সেফটির জন্য সবাইকে হেলমেট পড়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply