ভারতে প্রথমবারের মতো বেসরকারি সংস্থার উদ্যোগে চলছে ট্রেন। প্রথম ট্রেনটি মঙ্গলবার তামিলনাড়ুর কোয়েম্বত্তুর থেকে যাত্রা শুরু করেছে।
গত বৃহস্পতিবার সেটি মহারাষ্ট্রের সিরিডিতে পৌঁছবে এবং কোয়েম্বত্তুরে ফিরবে শনিবার।

আগেই রেল ১৫০টি ট্রেন বেসরকারি পর্যটন সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক সংস্থাই রেলের পরিকাঠামো ব্যবহার করতে পর্যটন ট্রেন চালানোর প্রস্তাব দেয়। রেল সূত্রে জানা যায়, কর্ণাটক এবং ওড়িশা সরকারও ট্রেন চালানোর আবেদন জানায়। তবে দেশের প্রথম বেসরকারি ট্রেনটি চালানোর অনুমোদন পেয়েছে ‘সাউথ স্টার’ নামের একটি সংস্থা। মূলত দেশ ও বিদেশের পর্যটকদের ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা ভ্রমণের জন্যই এই ট্রেন চালানো হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
Leave a Reply