সাইকেলবান্ধব যাতায়াতব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক প্রতিনিধিরা। গতকাল শনিবার রাজধানীতে সাইকেল শোভাযাত্রা ও সমাবেশে তাঁরা বলেছেন, যাতায়াতব্যবস্থায় সাইকেলকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হলে দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। সেই সঙ্গে জ্বালানি ব্যয় হ্রাস, জনস্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নসহ বিভিন্ন উপকার পাওয়া যাবে।
‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০২২’ পালন উপলক্ষে ‘ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করি, পরিকল্পিত সাইকেল নেটওয়ার্ক গড়ে তুলি’ শীর্ষক এই শোভাযাত্রা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজ, মাদকবিরোধী সংগঠন এবং সাইকেলসংশ্লিষ্ট সংগঠন এই শোভাযাত্রার আয়োজন করে।
Leave a Reply