দেশের বিভিন্ন এলাকায় নদ নদীতে পানি বেড়ে যাওয়ার কারনে নৌকা বাইচের আয়োজন করছেন স্থানীয়রা। এতে সংশ্লিষ্ট এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। মাদারীপুর শহরঘেঁষা আড়িয়ালখাঁ নদের জাফরাবাদ-মহিষেরচর এলাকায় গতকাল অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এই নৌকাবাইচ ঘিরে নদের পারের বাসিন্দারা মেতে ওঠে উৎসবে।
Leave a Reply