সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ২২ ওমরাহ যাত্রী নিহত ও ২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত: ৮জন বাংলাদেশী রয়েছেন। তারা হলেন কুমিল্লার মামুন মিয়া ও রাসেল মোল্লা, চাদঁপুরের রকি মিয়া, নোয়াখালীর শহিদুল ইসলাম ও মোহাম্মদ হেলাল, টঙ্গীর ইমাম হোসেন রনি, লক্ষীপুরের সবুজ হোসাইন ও কক্সবাজারের আসিফ। বাসটিতে ৪৭জন যাত্রী ছিলেন।
গতকাল সোমবার যাত্রীবাহী বাসটি একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। তবে হতাহতরা কোন দেশের নাগরিক বা তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটির ব্রেক কাজ না করায় আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালনের জন্য মক্কা যাচ্ছিলেন।
এদিকে, ঘটনার পরপরই সৌদির সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা দুর্ঘটনাস্থল চারদিক থেকে ঘিরে রাখে এবং সাধারণের চলাচল বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply