
রাজধানীর অনেক জায়গায় মোটরসাইকেল পার্কিং থাকলেও হেলমেট রাখার নিরাপদ ব্যবস্থা থাকে না। এতে চালকরা হেলমেট চুরির ভয়ে থাকেন। অনেকেই হেলমেট সঙ্গে করে নিয়ে যান। এ অবস্থায় নিরাপদে হেলমেট রাখার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। এ জন্য দিতে হয় মাত্র ১০ টাকা। ছবি : লুৎফর রহমান।
Leave a Reply