টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে বালিবাহী একটি ট্রাক খালে পড়ে গেছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার দুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালিবাহী ট্রাক যাচ্ছিল। দক্ষিণ প্রান্তে পৌঁছলে ব্রিজটি ভেঙে পড়ে। এরপর থেকে দেলদুয়ারের সঙ্গে টাঙ্গাইল সদরের সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কয়েক কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সঙ্গে সড়ক যোগাযোগ সচল রয়েছে।
মামুন, সোহেলসহ কয়েকজন ভুক্তভোগী বলেন, এ নিয়ে ব্রিজটি চারবার ভেঙে পড়ল। এর আগে কাঠের সেতু থাকাবস্থায় আরো দুবার ভেঙে পড়েছিল। বেইলি ব্রিজ হওয়ার পর দুবার ভাঙল ব্রিজটি। এর আগে ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়েছিল। সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানায় এলাকাবাসী।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ‘ট্রাকের ভেতর থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন আহত হয়েছেন।’
সহেরাতৈল গ্রামের আরশেদ আলী জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। দুই পাশে সতর্ক সংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তার পরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। শুক্রবার রাতে বালুবোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, ‘রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা টাঙানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা রোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া সড়ক বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্রিজটি মেরামত করা হবে।’
এ বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, ব্রিজটি খুলে দিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পুনরায় স্থাপনের মাধ্যমে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা হবে।
Leave a Reply