পাইলটদের সিমুলেটর প্রশিক্ষণের জন্য নিজস্ব ইনস্টিটিউট স্থাপন করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাজধানীর পূর্বাচলে ১০ বিঘা জমিতে এটি গড়ে তোলা হবে। বিমানের কর্মকর্তারা বলছেন, শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে। তবে এতে কত অর্থ ব্যয় হবে, সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ইনস্টিটিউট চালু হলে সিমুলেটর প্রশিক্ষণের জন্য আর বিদেশে যেতে হবে না বিমানের পাইলটদের। এতে সাশ্রয় হবে বিপুল অর্থ। বিদেশে সিমুলেটর প্রশিক্ষণ নিতে প্রতি পাইলটের খরচ হয় ১০-১৫ হাজার ডলার। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের পাইলটরাও এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। এতে আয় বাড়বে বিমানের।
বিমানের কর্মকর্তারা জানান, এরই মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাদের জমি বরাদ্দ দিয়েছে। আগামী মাসে তা বুঝে নেবে বিমান।
বিমানের কর্মকর্তারা বলেন, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাড়ানো হচ্ছে আন্তর্জাতিক নতুন রুট। উন্নত যাত্রীসেবা নিশ্চিতে কেবিন ক্রু পদে ১০০ জনকে নিয়োগ করা হয়েছে। বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম বলেন, আন্তর্জাতিক নতুন রুটে তাদের সংস্তার ফাইট দিন দিন বাড়ছে। উন্নত গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য প্রায় ১ হাজার কোটি টাকার বিভিন্ন যন্ত্রাংশ কেনা হয়েছে। এরই মধ্যে ৭০০ কোটি টাকার যন্ত্রাংশ ঢাকায় পৌঁছেছে।
তিনি আরও বলেন, নতুন করে আরও কয়েকটি আধুনিক উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চলছে। বিমানের দক্ষ প্রকৌশলীরা বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজ দক্ষতার সঙ্গে সার্ভিসিং (সি-চেক) করছেন। এতে মোটা অঙ্কের আয় বাড়ছে বিমানের।
বিমানের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এরই মধ্যে কয়েকটি নতুন আন্তর্জাতিক রুটে সংস্থাটি ফ্লাইট চালু করা হয়েছে। এর মধ্যে আছে ঢাকা-চেন্নাই, ঢাকা-গুয়াংজু, ঢাকা-নারিতা। আগামী মার্চে চালু হবে ঢাকা-রোম ফ্লাইট। কোনো দেশে ট্রানজিট বা বিরতি না দিলে মাত্র ৯ ঘণ্টায় গন্তব্যে পৌঁছবে বিমানের এ ফ্লাইট। এ বিষয়ে প্রস্তুতি চলছে। এ ছাড়া ঢাকা-নিউইয়র্কসহ আরও কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে বিমান।
Leave a Reply