বারভিডার বন্দর (মোংলা) বিষয়ক স্থায়ী কমিটি ও মোংলা বন্দর ব্যাবহারকারী গাড়ি আমদানিকারকদের যৌথ সভা বারভিডা সভা কক্ষে অনূষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান বারভিডার কার্যনির্বাহী সদস্য মোহা. সাইফুল ইসলাম (সম্রাট) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির কো-চেয়ারম্যান মোঃ আশরাফুল হক টিটোসহ কমিটির সদস্যবৃন্দ ও মোংলা বন্দরের ম্যাধমে আমদানিকৃত গাড়ির আমদানিকরকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মোংলা বন্দরের মাধ্যমে আমদানিকৃত গাড়িগুলির ইনভেন্টরি বাবদ প্রয়োজনীয় ব্যায়ের অর্থ সংগ্রহকরণ ও আমদানিকৃত গাড়িগুলির যন্ত্রাংশ চুরি/খোয়া যাওয়া বন্ধের ব্যাপারে করণীয় সর্ম্পকে ফলপ্রসূ আলোচনা হয়।
ইনভেন্টরি খরচ বাবদ উপস্থিত আমন্ত্রিত আমদানিকারকগন নগদ অর্থ প্রদেয়ের মাধ্যমে ইনভেন্টরি কার্যক্রমকে সচল রাখার জন্য সভার সভাপত্বিকে উদ্বুদ্ধ করেন এবং ইনভেন্টরি প্রক্রিয়াকে ত্বরান্বিত রাখার জন্য যে সব আমদানিকারক মোংলা বন্দরকর্তৃক আমদানি করে থাকেন তাদের কাছ থেকে প্রতি ইউনিট বাবদ নির্ধারিত অর্থ আদায়ের বিষয়ে নীতিগতভাবে একমত হন।
সভায় কমিটির সদস্য ও কালচারাল সেক্রেটারি জোবায়ের রহমানসহ হুরাইরা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ রায়হান আকন্দ, সোহেল ট্রেডিং এর স্বত্বাধিকারী সোহেল, গ্রীন অটো এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম রিপন, পেঙ্গুইন অটো এর স্বত্বাধিকারী মোঃ আসিফ হোসেন শুভ উপস্থিত ছিলেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে জাইনাব অটো ইম্পোটর্স এর স্বত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন, আহনাফ ট্রেডিং এর স্বত্বাধিকারী মোঃ আকিমুল ইসলাম, এনএসকে ট্রেডিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ শাহিদুল ইসলাম, আকুয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোঃ তোফাজ্জল হোসেন, নোয়াদ্দা অটো ইঞ্জি. ওয়ার্ক এর স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেন (বাবুল), দ্যা সিটি অটো এর স্বত্বাধিকারী মোঃ আবুল কাশেম রানা, সেভেন স্টার মটরস এর স্বত্বাধিকারী মোঃ আলী জোহার, ভিভিড অটোমোবাইলস এর স্বত্বাধিকারী মোঃ মঞ্জুর হাসান, কার কনসেপ্ট এর স্বত্বাধিকারী ফাহিমুল ইসলাম চৌধুরী, ভূইয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মনির হোসেন ভূইয়া, ট্রেডস্টোন ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী আবু শামিম মোঃ আরিফ খান, জে এইচ কারস এর স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন কবির ভূইয়া, ম্যাক্সিমা অটোমোবাইলস এর স্বত্বাধিকারী মোশারফ হোসেন চৌধুরী (রনি), জেডএমআর ট্রেডিং এর স্বত্বাধিকারী মোঃ রাজিব শেখ, মজুমদার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আকতার হোসেন মজুমদার, আসাদ ট্রেডিং এর স্বত্বাধিকারী হাফিজ আল আসাদ, সামিউল ট্রেড লিঃ এর স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম, ওসাকা কর্পোরেশন এর স্বত্বাধিকারী মোঃ আবসারুল আলম, ইনডিপেন্ডেন্ট কারস এর স্বত্বাধিকারী মোঃ ওহিদুল উপস্থিত ছিলেন।
Leave a Reply