বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হেমেরকুটি মাস্টারের হাট এলাকায় নারীসহ কয়েক সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান।
প্রতিযোগিতায় কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েকজন ঘোড়দৌড় প্রতিযোগী অংশ নেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুজনের প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক ছমবির উদ্দিন ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply