উত্তরা মোটর্স বাজারে নিয়ে এলো আধুনিক প্রযুক্তির এসএমএল ইসুজু এক্সিকিউটিভ এলএক্স এসি ও এস ৭ নন এসি বাস। বিঅরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, এসএমএল ইসুজুর ইন্ডিয়ার এমডি ও সিইও জুনিয়া ইয়ামানিশি এবং উত্তরা মোটর্সের চেয়ারম্যান ও এমডি মতিউর রহমান ও অন্য কর্মকর্তারা বাস দুটির বাজারজাতকরণের উদ্বোধন করেন। এ সময় এসএমএল ইসুজুর চিফ মহাব্যাবস্থাপক মার্কেটিং প্রশান্ত কুমার উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply